প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আলোকিত সূর্য -শেখ হারুন

প্রকাশঃ ২০১৯-০৯-২৮ - ২০:৫২

ফুলতলা অফিসঃ খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ বলেছেন, দলে কোন দুর্নীতিবাজ এবং হাইব্রিড নেতাদের স্থান হবে না। মদ, জুয়া, গাঁজা বঙ্গবন্ধু নিষিদ্ধ করেছিলেন। বিএনপির আমলে এ গুলো চালু করা হয়। বঙ্গববন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা ক্যাসিনো ও প্রশাসনের নাম ব্যবহার করে অবৈধ অর্থের মালিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাঙালী জাতির ইতিহাসে যুগ সন্ধিক্ষন হিসেবে চিহ্নিত। এই ভাষণই মুলতঃ বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে আনার মুলমন্ত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আলোকিত সূর্য, দেশের স্বার্থে মানুষের স্বার্থে তাকে বারবার প্রয়োজন। শনিবার রাত ৮টায় ফুলতলা উপজেলা আওয়ামীলীগ আয়োজিদ দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মবার্ষিকীর আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, জেলা আওয়ামীলীগের সহসভাপতি এফ এম মাকসুদুর রহমান, বিএমএ সালাম, জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খান। মৃনাল হাজরার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি মোঃ মনিরুল ইসলাম, ওসি (তদন্ত) উজ্জ্বল দত্ত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, সরদার জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, ফারজানা ফেরদৌস নিশা, শেখ রওশন আলী, মোশাররফ হোসেন মোড়ল, শওকত আকুঞ্জী, কামরুজ্জামান নান্নু, আসাদুজ্জামান রিয়াজ, মোল্যা হেদায়েত হোসেন লিটু, শাহাবাজ মোল্যা, এস কে আলী ইয়াছিন, শহিদুল্লাহ প্রিন্স, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেন, মাহফুজুর রহমান সোহাদ, তাপস জোয়াদ্দার, রাসেল হোসেন বাবু, সানি রহমান, সাহিদা ইসলাম নয়ন, শাপলা সুলতানা লিলি, বেগম শামছুন্নাহার, মিসেস কেয়া খাতুন, এস কে মিজানুর রহমান, আশরাফুল আলম কচি, রবিউল ইসলাম মোল্যা, রবিন বসু, সজীব হাসান লিটু, ছাত্রনেতা মঈনুল ইসলাম নয়ন, এস কে সাদ্দাম হোসেন প্রমুখ।