প্রাথমিকে নিয়মতান্ত্রিক পরীক্ষা নেয়া হবে না : প্রাথমিক ও গণশিক্ষা সচিব    

ইউনিক প্রতিবেদক :

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব গোলাম মোহাম্মদ হাসিবুল আলম বলেছেন, চলতি বছর প্রাথমিক পর্যায়ে শ্রেণীভিত্তিক নিয়মতান্ত্রিক কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে শ্রেণী কক্ষে দৈনন্দিন পাঠ মূল্যায়ণ ও সাপ্তাহিক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের ফলাফল নির্ধারণ করা হবে। তবে এ বিষয়ে দ্রুত মন্ত্রণালয় থেকে সারাদেশে প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করা হবে। এজন্য আগামী দেড় মাসের মধ্যে করোনা মহামারিতে ছেলে মেয়েদের শিক্ষা ক্ষতি পুষিয়ে নিতে পাঠ পরিকল্পনা, এ্যাসাইনমেন্ট শিট বিতরণ ও মূল্যায়নের জন্য পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়ন করা হবে।

শনিবার বিকালে খুলনার পিটিআই মিলনায়তনে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে করনীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। খুলনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মো: মাহবুব এলাহির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক (প্রশাসন, উন্নয়ণ ও মূল্যায়ন) উত্তম কুমার দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো: সাদিকুর রহমান খান, খুলনা জেলা শিক্ষা অফিসার এসএম সিরাজুদ্দোহা, বাগেরহাট জেলা শিক্ষা অফিসার মো: শাহ আলম, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মো: রুহুল আমিন, অতিরিক্ত জেলা শিক্ষা অফিসার মো: আব্দুল গনি, ডুমুরিয়া উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান জুয়েল, বটিয়াঘাটা উপজেলা শিক্ষা অফিসার মো: আলমগীর হোসেন, খুলনা সদর উপজেলা শিক্ষা অফিসার মো: নুরুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা শিক্ষা অফিসার মো; রুহুল কুদ্দুস, মোরেলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো: জালাল উদ্দিন খান, খুলনা বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো: জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক মানস রায়, এলিজা পারভীন, অশোক কুমার মন্ডল, শওকত আলী সেখ, সজীব কুমার মাহলী, অর্ধেন্দু রায়, সুনন্দা সরকার সহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালেয়র উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা জেলার শিক্ষা কর্মকর্তা এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব খুলনার নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের কার্যক্রম পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published.

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>