ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামে প্রতিপক্ষের হামলায় মোসাঃ শামসুন্নাহার বিথি (৩৮) নামের এক মহিলা আহত হয়েছে। ঘটনাটি পূর্ব শত্রুতার জের ধরে রোববার বিকেলে উক্ত এলাকায় ঘটেছে। ভুক্তভোগী পরিবার জানায়, মূলঘর গ্রামের কাজি গোলাম মোস্তফার কন্যা এক সন্তানের জননী মোসাঃ শামসুন্নাহার বিথিকে পূর্বশত্রুতার জের ধরে পাশ^বর্তী বাড়ীর কাজি আব্দুল্লাহ সহ ২/৩জন মিলিতভাবে বাড়ীতে এসে বেধড়ক মারপিট করে। এতে সে গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট মডেল থানা পুলিশের নিকট লিখিত অভিযোগ করেছে বলে আহতের পরিবার জানায়।