ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেটকার ও পিকআপের মুখোমুখি এক সংঘর্ষের ঘটনায় প্রাইভেটকারে থাকা ২জন নিহত ও ২ জন আহত হয়েছে। ঘটনাটি ২৮ জানুয়ারী ভোর সাড়ে ৫টায় খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট ব্র্যাক অফিস সন্নিকটে এলাকায় ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, হতাহতরা ঢাকা থেকে একটি প্রাইভেটকারযোগে (খুলনা মেট্রো-গ-১১-০২৬৬) খুলনা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এতে খুলনার মোঃ মালেক শেখ (৩৭) ও মাগুরা জেলার শালিখা এলাকার কাজি নওশের আলীর পুত্র মোঃ বেলাল কাজি (৩৬) নিহত হয়েছে। নিহত বেলাল খুলনার ফেন্সি ওয়ার্কশপের মালিক বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন শাহাবুদ্দিন (৩৫) ও সবুজ (৩৪) নামের দুই ব্যাক্তি। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এ রির্পোট লেখা পর্যন্ত তাৎক্ষনিক হতাহতদের বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ঘটনায় প্রাইভেটকার ও পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।