গাইবান্ধা প্রতিনিধি : বসতবাড়ীতে ফেরার পথে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে বজ্রপাতে পিতা পুত্রের মৃত্যু হয়েছে। ৯ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার উড়িয়া ইউনিয়নের কাবিলপুর চরে এ ঘটনাটি ঘটেছে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উড়িয়া ইউনিয়নের কাবিলপুর চর গ্রামের শফি ইসলাম (২৫) ও তার ছেলে রাকিব মিয়াকে (৩) কে সাথে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে কাবিলপুর বাজার থেকে বাড়ী ফেরার পথে বাড়ির সন্নিকটে এসে পৌঁছিলে হলে হঠাৎ বজ্রপাতের সৃষ্টি হয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মার্মান্তিক মৃত্যু হয়।
এ বিষয়ে উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাতাব উদ্দিন বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন। এদিকে বাবা-ছেলের আকষ্মিক মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত পরিবারের মাঝে ¯¦জন হারানোর আহাযারী শুরু হয়।