ফুলতলা অফিসঃ জেলা গোয়েন্দা পুলিশ ফুলতলার পায়গ্রাম কবসায় কাজী আবু মোকারম ফজলুল বারী মাদ্রাসা এলাকা থেকে ৫’শ গ্রাম গাঁজা ও ১২৫ সিসি ডিসকভার মটরসাইকেলসহ দু’ মাদক ব্যবসায়ীকে আটক করে। এরা হলো অভয়নগরের শুভরাড়া গ্রামের মৃতঃ আকবর হোসেন সরদারের পুত্র শাহাবুদ্দিন সরদার (৫৭) ও ফুলতলার রাড়ীপাড়া গ্রামের শেখ খসরুজ্জামানের পুত্র শেখ বুলবুল হোসেন (৪৫)। এ ব্যাপারে এসআই মুক্তরায় চৌধুরী পিপিএম বাদি হয়ে ফুলতলা থানায় মামলা করেন। আটককৃতদের রোববার জেল হাজতে প্রেরণ করা হয়।