ফুলতলায় জাতীয় ইদুর নিধন ও বিশ্ব খাদ্য দিবস পালিত

প্রকাশঃ ২০২১-১০-১৬ - ২৩:৫৫

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যেগে শনিবার দুপুরে নিজস্ব অডিটোরিয়ামে মাসব্যাপী জাতীয় ইদুর নিধন অভিযান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মোঃ ইনসাদ ইবনে আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন।

বিশেষ অতিথি ছিলেন ভেটেনারী সার্জন ডাঃ তরিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামান। স্বাগত বক্তৃতা করেন সাবেক সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম নাজমুছ সাকিবের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, রিসোর্স ইন্সটেক্টর মোঃ রবিউল ইসলাস, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, সাংবাদিক তাপস কুমার বিশ্বাস, শামসুল আলম খোকন, সিনিয়র সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপ- সহকারী কৃষি কর্মকর্তা মহাসিন আলী, মোঃ মঞ্জুরুল আলম, আল মামুন হাওলাদার, চামেলী মল্লিক, শিখা রানী মন্ডল. কৃষক আল মামুন প্রমুখ। অনুষ্ঠানে সর্বাধিক সংখ্যক ইদুর নিধন করায় কৃষক আমজাদ হোসেন, হাসিবুর রহমান ও খলিলুর রহমানকে পুরস্কৃত করা হয়।

পরে একই স্থানে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন।