ফুলতলা (খুলনা) প্রতিনিধি// সাবেকমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্র এমপি’র পক্ষ থেকে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ শুত্রবার বিকালে ফুলতলার জামিরার ছাতিয়ানী বাজারে হৃতদরিদ্র ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। বিতরণকালে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, মোঃ আসলাম খান, ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ, বিএম শাহাদাত হোসেন, শাহাবাজ মোল্যা, এসকে আলী ইয়াছিন, জাসেম আল জাবেদ, মাসুদ পারভেজ মুক্ত, মিরাজুল ইসলাম বাধন, রাজু আহম্মেদ প্রমুখ।