ফুলতলা (খুলনা) প্রতিনিধি// বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী এ্যাড. সালাহউদ্দিন ইউসুফ এর ২১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার সন্ধ্যায় এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুবলীগ সাধারণ সম্পাদক শহিদুল্লাহ প্রিন্স।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মৃনাল হাজরা। নূর হোসেন অঞ্জনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শওকত আকুঞ্জী, কামরুজ্জামান নান্নু, আশরাফুল আলম কচি, রবীন বসু, জলিল শেখ, মারুফ মোল্যা, রমজান আলী মিন্টু, ইউপি সদস্য মাসুদ পারভেজ মুক্ত, প্রদ্যুৎ কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা সুবোধ বসু, আঃ রশিদ জমাদ্দার, মোস্তফা কামাল বুলু চৌধুরী, প্রবীর হালদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মঈনুল ইসলাম নয়ন, এনামুল কবির, তুহিন কুন্ডু, রাসেল সরদার, জিম বিশ^াস, আঃ জব্বার, মাকিদ সরদার, আলাউদ্দিন আক্তার প্রমুখ। পরে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ রফিকুল ইসলাম।