ফুলতলায় সামাজিক সংগঠন মানবিক ফুলতলার আত্মপ্রকাশ

প্রকাশঃ ২০২০-০৪-০৭ - ১৯:২৯

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : করোনা ভাইরাসের মহামারী থেকে রক্ষা পেতে মানবিক ফুলতলা নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এ উপলক্ষে সোমবার রাত সাড়ে ৭টায় ফুলতলা আসাদ রফি গ্রন্থাগার চত্বরে এক মতবিনিময় সভা খুলনা জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনছার আলী মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আাকরাম হোসেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন রবিউল ইসলাম বাবুর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি মোঃ মনিরুল ইসলাম, খুলনা জেলা কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, তরুন শিল্পপতি জহির উদ্দিন রাজীব, মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, বণিক কল্যাণ সোসাইটির সভাপতি মোঃ ফিরোজ জমাদ্দার, আওয়ামীলীগ নেতা মৃনাল হাজরা, আবু তাহের রিপন, কামরুজ্জামান নান্নু, বিএনপি নেতা হাসনাত রেজভী মার্শাল, বণিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক মনির হাসান টিটো, সহসভাপতি রবিন বসু, এস কে মিজানুর রহমান, প্রভাষক রেজোয়ান হোসেন রাজা, ওহিদুজ্জামান নান্না, আশরাফুল আলম কচি, ইউপি সদস্য শেখ আঃ রশিদ, মোল্যা হেদায়েত হোসেন লিটু, হানিফ মোহাম্মদ ভুইয়া লাকি, শহিদুল্লাহ প্রিন্স, উজ্জ্বল দাস প্রমুখ। সভায় দিনমজুর, কৃষক, শ্রমিকদের সহযোগিতার জন্য ফুলতলার বিত্তশালীদের এগিয়ে আসার অহবান জানানো হয়।