ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে সংবাদ সম্মেলন

প্রকাশঃ ২০১৭-০৭-১৮ - ২০:৩৬

মেহেদী হাছান, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপরের ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করা হয়্ । উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজন মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে মৎস্য অফিসার মোছা মাজনুন্নাহার মায়া সংবাদ সম্মেলন করেন । সংবাদ সম্মেলনে তিনি আগামী ১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত ৭দিন ব্যাপি মৎস্য সপ্তাহ বিভিন্ন কর্মসূচীর বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। কর্মসূচী সমূহ-১৮ জুলাই সাংবাদিক সম্মেলন ও মাইকিং,১৯ জুলাই ব্যানার ফেস্টুনসহ সড়ক র‌্যালী ও মৎস্য পোনা অবমুক্ত করন,২০জুলাই মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামান্য চিত্র প্রদর্শন,২১জুলাই ফরমালিন বিরোধি অভিযান পরিচালিত ও মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোট পরিচালনা,২২জুলাই উপজেলার স্কুল ও কলেজে মৎস্য চাষ বিষয়ে আলোচানা ও বির্তক প্রতিযোগীতা,২৩ জুলাই হাট-বাজার ও জনবহুল স্থানে মৎস্য চাষে উদ্ধুদ্ব করণ,২৪ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ মুল্যায়ন, পুরুস্কার বিতরন ও সমাপনি অনুষ্ঠান।
সাংবাদিক সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য অফিসার বাবু খগেন্দ্রনাথ রায়,উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মোঃ হারুন-উর-রশীদ,উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও বিজয় টেলিভিশনের প্রতিনিধি কমল চন্দ্র রায়,উপজেলা প্রেসক্লাবের কার্যকারী সদস্য ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি মোঃ আব্দুল মতিন,ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও আলোছায়া ডট কমের সম্পাদক এবং দৈনকি আমাদের সময় প্রতিনিধি মোঃ ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাপ্তাহিক দেশমা পত্রিকার স্টাফ রিপোটার ও দৈানিক তৃতিয়মাএা প্রতিনিধি প্লাবন গুপ্ত, থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নবচেতনা প্রতিনিধি মেহেদি হাসান উজ্জল, ,ঢাকা প্রতিদিন প্রতিনিধি আসাদ প্রমূখ।