ফুলবাড়ীতে ডাকাত আটক

প্রকাশঃ ২০১৭-১২-২৪ - ১৪:৩২

মেহেদী হাসান উজ্জল (ফুলবাড়ী) দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ীতে ডাকাতি করার উদ্যেশে প্রস্তুুতিকালে বৈশাখু(৫০) নামে এক ডাকাতকে রামচন্দ্র পুর এলাকাবাসী আটক করেন ।

পৌর এলাকার রামচন্দ্রপুর গ্রামে শনিবার দিবাগত রাতে ওয়াসিম(৩৫) এর বাড়ীতে ডাকাতি প্রস্তুতিকালে ধৃত বৈশাখুকে স্থানীয় এলাকাবাসী আটক করে ফুলবাড়ী থানায় সোপর্দ করেন। আটককৃত বৈশাখু শিবনগর ইউনিয়ানের শমসের নগর গ্রামের মৃতঃ নগেন্দ্র নাথ রায়ের ছেলে ।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব বলেন, আটককৃত বৈশাখু’র বিরুদ্ধে পূর্বেই একাধিক মামলা রয়েছে। তাকে এলাকার জনগন হাতে নাতে আটক করে পুলিশের হাতে তুলে দেয় । পরে ওই বাড়ির মালিক ওয়াসিম বাদি হয়ে একটি ডাকাতি মামলা দায়ের করেন। যার মামলা নং ২৫ তারিখ ২৩/১২/২০১৭ইং ।