ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও দিনাজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ন-সধারণ সম্পাদক আতাউর রহমান আজাদ(বাবলু) এর যৌথ উদ্যোগে গরীব,অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
উপজেলার কাজিহাল ইউনিয়নের দহ্শতিয়া ফাজিল মাদ্রাসা মাঠে বুধবার বিকেল ৩টায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও দিনাজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ন-সধারণ সম্পাদক আতাউর রহমান আজাদ(বাবলু) এর যৌথ উদ্যোগে এলাকার ৬ শতাধিক দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে এই কম্বল বিতরন করা হয়।
এতে কাজিহাল ইউনিয়নের চেয়ারম্যান মানিক রতন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও কম্বল বিতরন করেন, দিনাজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট সোসাইটি’র চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বজলুল হক, সহ-সভাপতি আলাউদ্দিন, যুগ্ন-সধারণ সম্পাদক আতাউর রহমান আজাদ(বাবলু), জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, রেডক্রিসেন্ট সোসাইটি’র নির্বাহী সদস্য কামরুল হুদা হেলাল প্রমুখ। সার্বিক তত্বাবধায়নে ছিলেন কাজিহাল ইউনিয়নের চেয়ারম্যান মানিক রতন।