মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী(দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে ২২২তম বিজিবি দিবস পালিত হয়েছে। বুধবার ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল আলম এর সভাপতিত্বে ফুলবাড়ী ২৯ বিজিবির সদর দপ্তরে দিবসটি পালন করা হয়।
বিজিবি দিবস পালনে ব্যাটালিয়ন সদর দপ্তরের আওতায় সকল বিওপির কোম্পানি কমান্ডার, কোম্পানির হাবিলদার, ব্যাটালিয়ন সদর দপ্তরের ২৯ বিজিবির পদস্থ সকল কর্মকর্তা-কর্মচারী এবং ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ উপজেলার সকল সরকারি, বেসরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধিজনসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকীর পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ২৯ বিজিবি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো.সাইফুল আলম।