মেহেদী হাসান উজ্জল (ফুলবাড়ী) দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ীতে যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় স্থানীয় রাবিয়া কমিউনিটি সেন্টারে বেসরকারী সংস্থা সংলাপ মানবতার জন্য (সমাজ) এর উদ্যোগে যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালায় সংস্থার নির্বাহী পরিচালক মোছা: নাছিমা পারভিন এর সভাপতিত্বে সংস্থার প্রোগ্রাম ম্যানেজার রাসেল পারভেজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার হাফিজুল ইসলাম।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার আক্তারুজ্জামান, ফুলবাড়ী এনজিও ফোরাম কো-আর্ডিনেটর এর সভাপতি ও স¦কল্প সোসাইটির নির্বাহী পরিচালক এমএ কাইয়ুম, ফুলবাড়ী এনজিও ফোরাম কো-আর্ডিনেটর এর সধারন সম্পাদক ও (বেসিক) এর নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার,ওয়ান ডায়গনষ্টিক সেন্টারের চেয়ারম্যান প্রকৌশলী মো:ফরিদ হাসান,ওয়ার্ড ভিশন বাংলাদেশ এর এরিয়া ম্যানেজার স্বপন শীল,ওয়ার্ল্ড কনসার্ল্ড বাংলাদেশ এর ম্যানেজার আরিফ হোসেন প্রমুখ ।