ঢাকা অফিস : ফেনীর লেমুয়ায় পিকনিকের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৪ জন।
সকালে সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া বাজারের কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রাইম প্লাস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লেমুয়া বাজারের কাছে একটি গাছের সাথে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়।
বাসটি নারায়ণগঞ্জের আদমজী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে পিকনিকের উদ্দেশ্যে রওনা হয়েছিলো।
এদিকে, আহতদের পাঁচজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। অন্যান্যদের ফেনী জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।