বটিয়াঘাটায় কর্মহারা মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

প্রকাশঃ ২০২০-০৪-১৩ - ২০:৪০

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটাঃ বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে সরকারী ত্রান সামগ্রীর পাশাপাশি সমাজের বিত্তবানেরাও করোনা ভাইরাসের লকডাউনে কর্মহারা মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করছেন। সস্প্রতি জলমা ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে ব্যক্তিগত উদ্যোগে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অনুপ গোলদার, বন বিভাগের কর্মচারী ও সমাজসেবক বিজয় টিকাদার, আলোকিত মূকুল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রকিবুল জাহিদ মুকুল, বিএনপি নেতা মোঃ ফারুখ খন্দকার, আ’লীগ নেতা সুবীর মল্লিক, প্রদীপ টিকাদার, ব্যবসায়ী প্রবীর বিশ্বাসের পক্ষ থেকে চাল, ডাল, আলূ, তেল, পেয়াজ সাবান ও মাস্কসহ বিভিন্ন ত্রান সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। অপরদিকে জলমা ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে কিছু কিছু জনপ্রতিনিধিরা সরকারী ত্রান সামগ্রী ব্যক্তিগত নামে বিতরণ করার অভিযোগ উঠেছে। অন্যদিকে ব্যক্তিগত ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় না থাকায় একদিকে যেমন করোনা ভাইরাস সংক্রমনের ঝুকি বাড়ছে, তেমনি একই ব্যক্তি একাধিকবার ত্রান সামগ্রী হাতিয়ে নিচ্ছে। যে কারনে অনেক প্রকৃত কর্মহীন সাধারন মানুষ ত্রান সামগ্রী হতে বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছে। তাছাড়া কিছু কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান অতি সামান্য ত্রান বিতরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করে নিজেকে দানবীর হিসেবে জাহির করার চেষ্টা চালাচ্ছে। এতে মধ্যবিত্ত পরিবারের মানুষদের সামাজিক মর্যাদা হানির সামিল বলে মনে করছে অভিজ্ঞমহল। পাশাপাশি অতি সামান্য ত্রান বিতরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে সচেতন মহল। এব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিষ্ট্রেট মোঃ রাশেদুজ্জামান জানান, আমরা চাই দেশের এই ক্রান্তি লগ্নে সমাজের বিত্তবানেরা এগিয়ে আসুক। তবে আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং করোনা ভাইরাস সক্রামন এড়াতে প্রশাসনের সাথে সমন্বয় করে নিজ নিজ এলাকায় ত্রান সামগ্রী বিতরণ করলে একই ব্যাক্তি একাধিক বার ত্রান সামগ্রী নিতে পারবে না।