বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলা হেতালবুনিয়া মৌজার জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারপিট, শ্লীতলাহানী সহ হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভুক্তভোগী রবিন সাহা বাদী হয়ে ৮ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে। যার মামলা নং-০২ তারিখ ০২/০৮/২০১৯ ধারা ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩০৭, ৩৭৯, ৩৫৪, ৪২৭, ৫০৬(২), ১১৪। মামলা সূত্রে জানা যায়, উপজেলা হেতালবুনিয় মৌজার এস,এ ১৮১ খতিয়ানের ৭৪৪ দাগে ২৫ শতক জমি রবিন সাহা গং পৈত্রিক ওয়ারেশ সূত্রে প্রাপ্ত হয়ে ভোগদখলে আছেন। উক্ত ভোগদখলে থাকা সম্পত্তিতে গত ০২ আগস্ট সকাল আনুমানিক ৭ টা ৪৫ মিনিটের সময় আসামী মৃত কিরণময় সাহার পুত্র করুনা সাহা (৫৫) শ্যাম সহা(৪৫), জনক সাহা(৩৫) শংকর সাহা (৩৮) দিবাকর সাহা (৪২) শেখর সাহা (৪০) এবং রসময় সাহার পুত্র রতন সাহা (৫৮) ও রঞ্জন সাহা (৪৫) মিলে বে-আইনী জনতাবদ্ধ ভাবে লাঠিসোটা, হাতুড়ী, দা, শাবল সহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উক্ত সম্পত্তিতে ঘেরাবেড়া ভাঙ্গীতে থাকে। সংবাদ পেয়ে রবিন সহ টুম্পা, দিবা,শিলা, শিবু সাহা একত্রে তাদের বাঁধা দিতে গেলে তাদের এলোপাতাড়ী মারপিট সহ টেনে হেচড়ে শ্লীলতাহানী ঘটায়। এ সময় টুম্পাকে হাতুড়ী দিয়ে মারপিট শুরু করায় সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে গলায় শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। পরবর্তীতে টুম্পাকে উদ্ধার করে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা আশংঙ্খা জনক বলে জানান কর্তব্যরত চিকিৎসক। এ রির্পোট লেখা পর্যন্ত কোন আসামী গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই নুর মোহাম্মদ জানায়, অভিযান অব্যহত রয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আসামী গ্রেফতার করতে পারবো।