বটিয়াঘাটায় দুপক্ষের সংঘর্ষে মহিলা আহত

প্রকাশঃ ২০২০-০৬-০৭ - ১৬:৫৫

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলার হোগলবুনিয়া গ্রামে নলকূপে পানি নেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে বনানী মল্লিক নামের এক গৃহবধু গুরত্বর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার দুপুরের দিকে। হোগলবুনিয়া মন্দিরের পাশে সাধারনের জন্যে ব্যবহৃত নলকূপে বনানী মল্লিক কলসিতে পানি ভরছিল এ সময় সূজয় মন্ডলের স্ত্রী মুক্তি মন্ডল বনানীর কলসি ফেলে দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। প্রতিপক্ষের আঘাতে বনানী আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে থানাকে অবহিত করা হয়ছে।