বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২০ উপলক্ষে উপজেলা খাদ্য গুদামের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় গোডাউন চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি, বিশেষ অতিথি ছিলন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, গোডাউন কর্মকর্তা অসিম কুমার মন্ডল, কৃষি সম্প্রসারণ অফিসার ইনসাদ ইবনে আমিন, উপ-সহকারী কৃষি অফিসার দিপন কুমার হালদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক মোঃ মনিরুজ্জামান, মোঃ মহিদুল ইসলাম শাহীন, মোঃ শাহীন বিশ্বাস সহ স্থানীয় বোরো চাষীগণ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় চলতি মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়নে ১৭শত ৬৭জন কৃষকের কাছ থেকে ৬শত ৩৬ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। যার প্রতি মন ধানের নির্ধারিত সরকারী মূল্য ১ হাজার ৪০ টাকা। সে হিসেবে মোট ধানের মূল্য ১ কোটি ৬৫ লক্ষ ৩৬ হাজার টাকা।