ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটাঃ বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের শৈলমারী এলাকায় প্রায় ২ শত বছর ধরে চলাচলের রাস্তা রাতারাতি ঘেরা দিয়ে গাছপালা রোপন করে বন্ধ করে দিয়েছে একটি চক্র। ফলে ৮টি পরিবারের অর্ধ শতাধিক মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সকাল ১০টার দিকে। এ ব্যাপারে ভূক্তভোগীরা প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছে। সুত্রে প্রকাশ, উপজেলার শৈলমারী এলাকায় পরামানিকের খালের পশ্চিম পাশ দিয়ে চলাচলের রাস্তাটি উপজেলা পরিষদের অর্থায়নে তৎকালীন জলমা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সনজিৎ কুমার মন্ডল রাস্তাটি পুঃন নির্মান করেন। গত শুক্রবার স্থানীয় দেবেন্দ্র নাথ বৈরাগী, শংকর, বৈরাগী, কার্তিক রায়সহ তাদের সহযোগীরা রাতের আধাঁরে তারের ঘেরা বেড়া দিয়ে রাস্তাটি দখল করে নিয়েছে। যে কারনে ৮টি পরিবারের অর্ধ শতাধিক মানুষ এবং গবাদী পশু নিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছে। এ ব্যাপারে ভূক্তভোগী পরিবার গুলো বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।