বটিয়াঘাটা করোন ভাইরাসের মুর্তিমান আতঙ্ক

প্রকাশঃ ২০২০-০৫-৩০ - ২৩:৫৪
corona

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা, খুলনাঃ বটিয়াঘাটা এখন করোনা ভাইরাসের মুর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। কারন ইতিমধ্যে উপজেলায় ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত রোগীরা হলো জলমা ইউনিয়নের হোগলাডাঙ্গা বাঁশবাড়িয়া একতা মোড় এলাকার পিকআপ চালক মোঃ রায়হান রাজু এবং একই ইউনিয়নের মহম্মদনগর তকিম সড়কের মোঃ ইমরান হোসেন এবং বালিয়াডাঙ্গা ইউনিয়নের হাটবাটী গ্রামের এসি রিপিয়ারিং কর্মচারী মোঃ রিয়াজুল হক। অপর দিকে বটিয়াঘাটা সদর ইউনিয়নের হাটবাটী গ্রামের ফকরুলের গর্ভবতী স্ত্রী তাহেরা বেগেম (২৬)। ইতিমধ্যে আক্রান্ত রোগীদের বাড়ী ও তার আশেপাশের বাড়ীগুলো লকডাউন করে প্রশাসনের পক্ষ থেকে জরুরী খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে। অন্যদিকে ৩১ মে সরকার সাধারণ ছুটি শেষ করে অফিস আদালত খোলার নির্দেশ দিয়েছে। যে কারনে সাব-রেজিস্ট্রি অফিস, উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিসসহ বাজার ঘাট আবার পূর্বের মতো সচল হয়ে উঠবে। এর ফলে সে সব এলাকায় অধিক জনসমাগম ঘটতে পারে এবং করোনা ভাইরাস সংক্রমনের আশংকা দেখা দিতে পারে। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাশেদুজ্জামান এ প্রতিবেদককে জানান, করোনা ভাইরাস মোকাবেলায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ হেলাল হোসেন ও নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের নির্দেশে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপজেলায় বহিরাগত লোকদের মাধ্যমে করোনা ভাইরাস ছড়াচ্ছে। আমরা বহিরাগতদের চিহ্নিত করে উক্ত বাড়ীতেই হোম কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করে আসছি। আগামীতে সরকারের নির্দেশ মেনে অফিস অদালত খোলা হবে।