বটিয়াঘাটা দলিল লেখক সমিতির নির্বাচন জমে উঠেছে

প্রকাশঃ ২০১৭-১১-২৩ - ১৫:০৯

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা : আগামী ২৫ নভেম্বর শনিবার বটিয়াঘাটা সাব-রেজিষ্টি অফিসের দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন শেষ মুহুর্তে জমে উঠেছে। আর মাত্র ১ দিন বাকি দলিল লেখক সমিতির নির্বাচনে ১১ টি পদে মোট ২০ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্ধিতা করছে। এর মধ্যে কোষাধ্যক্ষ পদে বিপ্লব কুমার বালা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। ৬০ জন ভোটার আগামী শনিবার ১০টি পদে তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচিত করবে। এদিকে খুলনা জেলার সর্বচ্চ রাজস্ব আদায়কারী প্রতিষ্টানের দলিল লেখক সমিতির নির্বাচনকে ঘিরে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। অন্যদিকে প্রার্থীরা জয়যুক্ত হবার লক্ষ্যে পোষ্টার বেনার লিফলেট সহ ভোটারদের আর্শীবাদ ও দোয়া আদায়ের জন্য প্রচার প্রচারনায় পাশাপাশি কুশল বিনিময় করছে। সব মিলিয়ে দলিল লেখক সমিতির নির্বাচন শেষ মূহুর্তে জমে উঠেছে।  সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করছেন ২ জন প্রার্থী, প্রার্থীরা  হলেন সাবেক সভাপতি আলহাজ মোঃ শমসের আলী শেখ ও তার আপন ভাইপো সাবেক সভাপতি মোঃ আব্দুল মতিন সিদ্দীকী মিঠু। তবে রাজনৈতিক বিশ্লেষকদের  ধারনা মতিন সিদ্দীকী মিঠুর সাথে চাচা আলহাজ্ব মোঃ শমসের আলীর বাঘ সিংহের লড়াই হবে। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করছেন ২ জন প্রার্থী। প্রার্থীরা হলেন খান মোঃ জামীর হোসেন ও মোঃ আফজাল হোসেনের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হবে । সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৩ জন। এ পদে ত্রি-মুখি লড়াই হবার সম্ভাবনা রয়েছে। সহ-সাধারাণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছে ২ জন প্রার্থী প্রাথীরা হলেন সাধান গাইন ও মাহবুবুর রহমান মাসুম। এ পদেও হাড্ডা হাড্ডি লড়াই হবে বলে ধারনা করছে অভিজ্ঞ মহল। সাংগঠনিক পদে প্রতিদ্বন্ধিতা করছেন ২ জন। প্রর্থীরা হলেন আলহাজ্ব মোঃ হালিম আকুঞ্জী ও  মোঃ সোহারব হোসেন। এ পদে ও হাড্ডা হাড্ডি লড়াই হবে বলে ধারণা করা যাচ্ছে।

প্রচার-দপ্তর পদে প্রতিদ্বন্ধিতা করছেন ২ জন প্রার্থী। প্রার্থীরা হলেন মোঃ ফেরদৌস  ও মোঃ শাহ-আলম। এ পদে ও হাড্ডা হাড্ডি লড়াই হবে। কার্যকারী সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করছে ৬ জন। প্রাথীরা হলেন রবীন্দ্র নাথ মল্লিক,মোঃ আশরাফুল ইসলাম, এ,কে, এম মাহাবুবুল হক, মোঃ জহির রায়হান লালন, মিল্টন  হালদার ও মোঃ শাহিন আলম বাবু। এ পদে ৪ জন নির্বাচিত হবেন। তবে এ পদেও শেষ মুহুর্তে হাড্ডা হাড্ডি লড়াই  হবার সম্ভাবনা রয়েছে। অপর দিকে নির্বাচনে প্রধান কমিশনের দায়িত্ব পালন করবেন মোঃ আব্দুল হাই- আকুঞ্জী এবং সহকারী হিসাবে মোস্তাব আলী হালদার, অনুকুল চন্দ্র গোলদার,বিজয় কৃষ্ণ গোলদার ও জি,এন ইউনুচ আলী। আগামী ২৫ নভেম্বর শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরামহীন ভাবে বটিয়াঘাটা সাব-রেজিষ্টি অফিস চত্ত্বরে ভোটাররা শস্তপুর্থ ভোটাধিকার প্রয়োগ করে তাদের নেতা নির্বাচিত করবেন। ১ জন ভোটার বিভিন্ন পদে ১০ টি ভোট প্রয়োগ করতে পারবেন বলে জানিছেন নির্বাচন কৃতপক্ষ। সব মিলেয়ে আগামী শনিবার দলিল লেখক সমিতির নির্বচন শেষ মুহুর্তে জমে উঠে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।