বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলা কৃষি অধিপ্তরের উদ্যোগে গত বৃহষ্পতিবার বেলা ১১ টায় স্থানীয় রাজবাঁধ এলাকায় স্থানীয় টেকসই ভূমি ব্যবস্থাপনা প্রযুক্তির উপর এক মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডিএই খুলনার উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কাজী আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন সহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে ২৫ জন কৃষক /কৃষাণী অংশগ্রহণ করেন।