বটিয়াঘাটা সদরে হাজার পরিবার জলাবদ্ধতার শিকার

প্রকাশঃ ২০২০-০৭-২৭ - ১৬:৫৩

খুলনা অফিস : উপজেলা সদরে পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির কারণে বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সরকারী খাল দখল করে বাড়ীঘর তৈরি করায় সিলিন্দামারী, বটিয়াঘাটা সরকারী কলেজের পশ্চিম -উত্তর পাশ, প্রাণি সম্পদ অফিসের আশপাশ, থানার পূর্ব পাশে ও বাজারের উত্তর – পশ্চিম পাশে কয়েকশ পরিবার জলাবদ্ধতার শিকার হয়েছে। সিলিন্দামারী খালসহ উপজেলা সদরে জলাবদ্ধতা নিরসনের কোন ড্রেনেজ ব্যবস্থাও নেই। বর্ষা হলেই পানি বন্দী হয়ে পড়েন। এলাকাবাসী জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস, জেলা প্রশাসক, নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা াচেয়ারম্যান আশরাফুল আলম খানসহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর নিকট লিখিত আবেদন জানিয়েছেন। বিষয়টি নিয়ে উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান বলেন, এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যানসহ সংশ্লিস্টদের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।