বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দেবিদ্বারের কমিটি গঠন

প্রকাশঃ ২০১৮-০২-১৯ - ১৯:১৭

বিজ্ঞপ্তি : মফস্বল সাংবাদিকদের ওপর মিথ্যা মামলা-হামলা হয়রানীসহ সকল নির্যাতন বন্ধ ও সাংবাদিকদের অধিকার আদায়ে ১৪ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র দেবিদ্বার উপজেলা কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিক শাহীন আলম’র সঞ্চালনায় গতকাল সোমবার সকাল ১০ টায় উপজেলার গ্রীণ ক্যাফে রেস্টুরেন্টে আয়োজিত স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক ও মাইটিভি জেলা প্রতিনিধি সাইফুদ্দিন রনি।
দেবিদ্বার উপজেলা ইত্তেফাক প্রতিনিধি মো. ইকবাল হোসেন রুবেলকে আহবায়ক ও মুক্ত খবর উপজেলা প্রতিনিধি মো. আরিফুল ইসলামকে সদস্য সচিব করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য হলো : যুগ্ন আহবায়ক যায়যায়দিন উপজেলা প্রতিনিধি মো. জামাল উদ্দিন দুলাল, আলোকিত সময় উপজেলা প্রতিনিধি নাছির উদ্দিন, কুমিল্লার আলো উপজেলা প্রতিনিধি আবুল বাশার। সদস্য, কলকাতা টিভি জেলা প্রতিনিধি এসএম মাসুদ রানা, আমাদের অর্থনীতির প্রতিনিধি এটিএম সাইফুল ইসলাম মাসুম, মানবজমিন দেবিদ্বার প্রতিনিধি মো. মাহমুদুল হাসান, আমাদের সময় উপজেলা প্রতিনিধি শাহীন আলম, স্বাধীন সংবাদ জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী সুমন, দৈনিক অবজারভাব, আক্তার হোসেন রবিন আমাদের কণ্ঠ প্রতিনিধি সোহেল রানা।