বাজারে লবণের নামে সোডিয়াম সালফেট

প্রকাশঃ ২০১৯-০৭-২৩ - ১১:৫৩

ঢাকা অফিস : খাবার লবণের নামে একটি সিন্ডিকেট ‘বিষাক্ত সোডিয়াম সালফেট’ বাজারে ছাড়ছে। এমন অভিযোগ করেছে বাংলাদেশ লবণ মিল মালিক সমিতি।

সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এই অভিযোগ করেন। সমিতির নেতারা বলেন, বিসিকের অসৎ কর্মকর্তাদের সহায়তায় লবণের নামে বিষাক্ত সোডিয়াম সালফেট আমদানি করে, বাজারজাত করছে একটি সিন্ডিকেট। ফলে সাধারণ মানুষ লবণের নামে খাচ্ছে বিষাক্ত রাসায়নিক। শিগগিরই অসাধু কর্মকর্তাসহ লবণ সিন্ডিকেটের মুখোশ উন্মোচনের দাবি করেন নেতারা। পাশাপাশি সোডিয়াম সালফেট আমদানি নিষিদ্ধ করে দেশীয় লবণ মিল ও চাষীদের রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা।