দাকোপ প্রতিনিধি : “১৮ এর আগে বিয়ে নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাকোপে বেসরকারী সংস্থা ইউএসএ আইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রার উদ্যোগে বাল্য বিবাহ নির্মূলে সাইকেল র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় এ উপলক্ষ্যে স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহনে এক বর্ণাঢ্য সাইকেল র্যালী দাকোপ উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে চালনা বাজার প্রদক্ষিন করে। এরপর উপজেলা অডিটোরিয়ামে নবযাত্রার জেন্ডার খাদ্য নিরাপত্তা উন্নয়ন প্রকল্পের টেকনিক্যাল অফিসার রাসেল মাহমুদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান তারিক, দাকোপ থানার সাব ইন্সেপেক্টর মমিনুর রহমান, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আজগর হোসেন ছাব্বির, মোহাম্মাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান, শিক্ষার্থী মাসুমা আকতার, প্রকল্প কর্মকর্তা মরিয়ম আকতার, শ্রীপর্ণা বাইন, সুচিত্রা রানী, সাদেক শাহিন, শিলা দ্বিপ্ত্য প্রমুখ।