আজ শনিবার দুপুর বেলা ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেবার উদ্বোধন করা হয়।
ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই “কৃষকবন্ধু ডাক সেবা” এর উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার।
এইসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এজেডএম নূরুল হক, জেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি মোঃ রুহুল আমীন, জেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, আম গবেষণা কেন্দ্রের উদ্ধৃতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জমির উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।
চাঁপাইনবাবগঞ্জ ডাক বিভাগের পোষ্টমাস্টার শ্রী লক্ষণ কুমার জানান, জেলা থেকে তিনজন প্রান্তিক ও ক্ষুদ্র আমব্যবসায়ীর প্রায় ৫ মেট্টিকটন আম নিয়ে ঢাকা উদ্যোশে যাত্রা শুরু করেন।
এদিকে বিনামূল্যে আম ঢাকা পাঠাতে পেরে প্রান্তিক আম ব্যবসায়ীরা আনন্দিত।