ঢাকা অফিস : অনেক মার্কেট-শপিংমলে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি । বিভিন্ন জেলায় ঈদের কেনাকাটায় ভিড় বাড়ছেই। স্বাস্থ্যবিধি না মানায় বাধ্য হয়ে স্থানীয় প্রশাসন অনেক জায়গায় মার্কেট বন্ধের নির্দেশনা দিলেও সেটিও মানছেন না অনেকে।
বিপণি বিতান ও শপিংমলগুলোতে অনেকটাই বেপরোয়া ক্রেতা-বিক্রেতা। অনেকে মার্কেটে দরজা বন্ধ রেখেও চলছে ঈদের কেনাবেচা। শনিবার চুয়াডাঙ্গায় নির্দেশ অমান্য করে দোকানে কেনাবেচার অভিযোগে ৩১ ক্রেতা-বিক্রেতাকে সাড়ে ৬২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অন্যদিকে স্বাস্থ্যবিধি অমান্য করায় সাভার ও কেরাণীগঞ্জের সব মার্কেট, বাজার ও বিপণি বিতান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। করোনার সংক্রমণ বাড়ায় আজ থেকে সিরাজগঞ্জে সব মার্কেট বন্ধ করেছে প্রশাসন।
এছাড়া স্বাস্থ্যবিধি না মানায় খুলনা, জয়পুরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মাদারীপুর, নোয়াখালী ও কুষ্টিয়ায় শপিংমল ও দোকান বন্ধ করেছে প্রশাসন। তবে এসব জেলায় জরুরি সেবা, নিত্যপণ্য ও ফার্মেসি এর আওতামুক্ত থাকবে।