ফুলতলা (খুলনা) প্রতিনিধি// বাংলাদেশ মানবাধিকার কমিশন ফুলতলা উপজেলা শাখার সভাপতি ও বিএল কলেজের সাবেক অধ্যক্ষ সরদার শফিউল্লাহ এর ভগ্মিপতি এবং ফুলতলার পিপরাইল গ্রামের বাসিন্দা আলহাজ¦ আমিনুল ইসলাম বিশ^াস (৭০) বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মরহুমের ছোট ভাই শফিকুল ইসলাম বলেন, জামিরা টিটরাইল সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাাসার অফিসিয়াল কাজে সোমবার রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। মঙ্গলবার সকালে তিনি মহাখালীর হোটেল সুগন্ধা হোটেলে ঢাকায় রাত্রযাপন করেন। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি তাঁর স্ত্রীর সাথে মোবাইলে কথা বলেন। কিন্তু পরবর্তীতে অনেক সময় ধরে তার ফোন রিসিভ না হওয়ায় হোটেলে যোগাযোগ করা হয়। বেলা ১১টার দিকে তাঁর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। আজ (শুক্রবার) বেলা ১১টায় পিপরাইল সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা মাঠে জানাযা অনুষ্ঠিত হবে।