মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : রমজানে মোংলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বেশি দামে বিক্রির দায়ে কয়েক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে পৌর শহরের প্রধান বাজারের মুদি ব্যবসায়ীদের এই অর্থদন্ড দেয়া হয়। এছাড়া বাটখারায় ওজনে কম থাকায় মাছ ব্যবসায়ীকেও অর্থদন্ড দেওয়া হয় এসময়। ভ্রাম্যমান আদালতের এ অভিযানে ব্যবসায়ীদেরকে ১২ হাজার টাকা নগদ জরিমানা করার পাশাপাশি তাদেরকে ভবিষ্যৎ সতর্ক বাণী দেয়া হয়। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাহাত মান্নান। মোঃ রাহাত মান্নান বলেন, কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বেশি দামে বিক্রি করে সাধারণ মানুষদের ঠকাচ্ছেন। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া তিনি আরও বলেন, কাঁচা বাজারে যে সব ব্যবসায়ী সিন্ডিকেট তৈরী করে পণ্য বিক্রি করছেন তাদেরকেও আইনেরও আওতায় এনে জরিমানা করা হবে।