মোংলা প্রতিনিধি : মোংলায় ইসলামী ব্যাংকের উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:’র মোংলা শাখা কার্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন শাখা প্রধান নুর মোহাম্মাদ। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাসহ সকল শহীদদের অবদানই আজকের এই স্বাধীন বাংলাদেশ। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে ব্যাংকের শাখা ম্যানেজার (অপারেসন্স) মাসুদ বিল্লাহ, কর্মকর্তা নুরুজ্জামান খানসহ অন্যান্য সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।