মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : ঘূর্ণিঝড় আম্পানে মোংলায় ক্ষতিগ্রস্থ ৬শ পরিবারের মাঝে নগদ অর্থ ও জীবনরক্ষাকারী বিভিন্ন উপকরণাদি বিতরণ করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তর। বৃহস্পতিবার দুপুরে মোংলার চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে রুপান্তরের এ সহায়তা প্রদাণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থদের হাতে নগদ অর্থ ও বিভিন্ন উপরকণাদি তুলে দেন খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার মো: রাহাত মান্নান ও রুপান্তরের নির্বাহী পরিচালক মো: রফিকুল ইসলাম খোকন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন, সুন্দরবন না থাকলে ঘূর্ণিঝড় আম্পানে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। সুন্দরবনের উপর মানুষের অত্যাচার বেড়ে চলেছে এবং তা বন্ধ করতে হবে। তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে সাবধানতা অবলম্বন করে করোনাভাইরাস মোকাবেলা করার জন্য সকলের প্রতি আহ্বাণ জানান।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ ৬শ পরিবারের প্রত্যেককে নগদ তিন হাজার এবং প্রতিবন্ধীদের চার হাজার করে টাকাসহ জীবনরক্ষাকারী উপকরণ পিট ল্যাট্টিন, তাবু ও হাইজিন কীটস প্যাকেজ প্রদাণ করা হয়। এছাড়া পুকুর জীবাণুমুক্তকরণ এবং মার্কেটে হাত ধোঁয়ার উপকরণও বিতরণ করা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।