মোংলায় গণতন্ত্র রক্ষা দিবসের মিছিলে হামলা : আটক ১

প্রকাশঃ ২০১৮-০১-০৫ - ১৮:৪০

আবু হোসাইন সুমন, মোংলা : মোংলায় ৫ জানুয়ারী গণতন্ত্র রক্ষা দিবস পালন করেছে আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকালে স্থানীয় দলীয় কার্যালয় থেকে বের হওয়া আনন্দ মিছিলে কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌধুরীর মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন স্থানীয় সাবেক সাংসদ হাবিবুন নাহার, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক শেখ আ: রহমান। এর আগে সকাল থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আনন্দ শোভাযাত্রাসহকারে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সম্মুখে জড়ো হতে থাকে।
এদিকে শুক্রবার সকাল ৯টার দিকে পৌরসভার ১ নং ওয়ার্ডের নারিকেলতলা এলাকা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকেরা আনন্দ মিছিল নিয়ে শহরের প্রধান দলীয় কার্যালয়ে আসার পথে কৃষক দলের সভাপতি (১ নং ওয়ার্ড’র) রিংকু হালদারের নেতৃত্বে তার সহযোগী সমর্থকেরা ওই মিছিলে হামলা চালায়। এ সময় হামলাকারীরা মিছিলে থাকা পৌর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল বিশ্বাস (৩৯) কে বেদম মারপিট করে আহত করে। তাৎক্ষনিকভাবে গুরুতর আহতাবস্থায় নির্মলকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় সকালেই ওই এলাকা থেকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাপস হালদার (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ। হামলার শিকার নির্মল বলেন, ১ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি রিংকুর নেতৃত্বে আন্তন হালদার ও তাপস হালদারসহ আরো ৬/৭ জন লাঠিসোঠা নিয়ে মিছিলে অতর্কিত হামলা চালিয়ে আমাকে মারপিট করে আহত করেছে। যারা হামলা করেছে তারা সবাই বিএনপি-জামায়াতের লোকজন বলেও তিনি দাবী করেছেন। এ ঘটনায় নির্মল বিশ্বাস বাদী হয়ে শুক্রবার দুপুরে থানায় একটি এজাহার দায়ের করেছেন। এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাপস হালদার নামের এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যান্য হামলাকারীদের চিহ্নিত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরের প্রস্তুতি চলছে।