আবু হোসাইন সুমন, মোংলা : মোংলায় পানি বিশুদ্ধকরণ জীবাণুনাশক ‘জলের ডাক্তার’র প্রচার ও জনসচেতনতা সৃষ্টিতে ব্যতিক্রম এক সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ ও কারিতাস সুইজারল্যান্ড’র যৌথ প্রযুক্তিতে তৈরি জলের ডাক্তার প্রচারণার আয়োজন করে স্থানীয় কারিতাসের কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জলের ডাক্তার লেখা সম্বলিত টিশার্ট ও ক্যাপ পরিহিত মোংলা কলেজের অর্ধশত শিক্ষার্থী এই সাইকেল র্যালীতে অংশ নেয়। র্যালীটি শহরের বটতলা এলাকা থেকে বের হয়ে পুরো শহর ঘুরে মোংলা সরকারী কলেজ গেইটে গিয়ে শেষ হয়। র্যালীতে কারিতাস বাংলাদেশ’র মোংলা শাখার কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।