নিজস্ব প্রতিনিধি : মোংলার সাইলো এলাকার পশুর নদীর থেকে ১ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে হাত-পা বাধা ও গলায় পাথর ঝুলানো অবস্থায় একটি মরাদেহ জেরেদেও জালে বাধে। এসময় পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। মোংলা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন শরিফ জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় জেলেরা অজ্ঞাত ৪৫ বছর বয়স্ক লোকের হাত-পা বাধা অবস্থায় পশুর নদীতে দেখতে পায় স্থানীয় জেলেরা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মোংলা থানায় নেয়া হয়। মরদেহটি ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে কেউ মেরে হাত-পা বেধে নদীতে ফেলে দিয়েছে। তবে এব্যাপারে থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে।