হয়রানী-ভোগান্তী রোধে সড়ক পথে দূর্ঘটনারোধেই পুলিশের এ উদ্যোগ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ মোংলায় পুলিশের সহায়তায় শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স পেলো দুই শতাধিক মটর সাইকেল মালিক। বুধবার সকালে মোংলা থানা চত্বরে নতুন ওইসব লাইসেন্স আবেদনকারীদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকবাল বাহার চৌধুরী, ওসি (তদন্ত) তুহিন মন্ডল, সেকেন্ড অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ই¯্রাফিল হাওলাদারসহ আমন্ত্রিত ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার বলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নেয়া এ উদ্যোগের কারণে মটর সাইকেলের লাইসেন্স গ্রহণে ভোগান্তী আর হয়রানী থেকে রক্ষা পাবে এ উপজেলাবাসী।
আবেদনকারীদের হাতে নতুন শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স হস্তান্তর শেষে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইকবাল বাহার চৌধুরী বলেন, আমাদের উদ্যোগে সাড়া দিয়ে সাতশত আবেদনকারী আমাদের কাছে ফরম জমা দিয়েছিলেন। আমরা বাগেরহাট বিআরটির সকল প্রক্রিয়া শেষ করে দু’দফায় ২৭০ জনকে লাইসেন্স হস্তান্তর করেছি। পর্যায়ক্রমে বাকী সবাইকে প্রাপ্তি সাপেক্ষে লাইসেন্স হস্তান্তর করা হবে। মুলত সড়ক পথে দূর্ঘটনা রোধেই পুলিশের পক্ষ থেকে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।