মোংলায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রকাশঃ ২০১৮-০১-১০ - ১৮:৪৭

আবু হোসাইন সুমন, মোংলা : মোংলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার সকালে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আ: রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আ: সালাম, দপ্তর সম্পাদক মো: আবু হানিফ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফকির আবুল কালাম আজাদ, উপজেলা যুব লীগের সভাপতি ই¯্রাফিল হাওলাদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও সভায় আওয়ামী লীগ, যুব লীগ, যুব মহিলা লীগ, ছাত্র লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।