মোংলায় বড় দিন উদযাপিত

প্রকাশঃ ২০১৭-১২-২৫ - ১১:৫৪

আবু হোসাইন সুমন, মোংলা : আজ শুভ বড় দিন। খ্রীষ্ট্র ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। বড় দিন উপলক্ষ্যে সোমবার রাত ১২টা ১ মিনিটের সময় মোংলার শেহলাবুনিয়ার প্রধান ক্যাথলিক গীর্জাসহ অনন্ত ৪০টি চার্চে একসাথে অনুষ্ঠিত বিশেষ প্রার্থনা। দেশ ও জাতির উন্নতি এবং মঙ্গল কামনাসহ বিদেশী বাঙ্গালী বন্ধু ইতালিয় ফাদার মারিনো রিগনের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। এছাড়া সকাল থেকে শেহলাবুনিয়া, মালগাজী, চিলা ও বুড়িরডাঙ্গাসহ খ্রীষ্ট্র পাড়াগুলোতে নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে বড় দিন উদযাপিত হচ্ছে। খ্রীষ্ট ধর্মাবলম্বীদের উপস্যানালয় ও বাড়ী-ঘরগুলোতে জাকজমক আলোকসজ্জা শোভা পাচ্ছে। গীর্জাগুলোর আশপাশে বসেছে মেলা। বড় দিনকে ঘিরে সোমবার ভোর থেকে গীর্জা ও বাড়ী বাড়ী গিয়ে খ্রীষ্ট সম্প্রদায়ের লোকজনকে শুভেচ্ছা জানাচ্ছেন সাবেক স্থানীয় সাংসদ হাবিবুন নাহার। এছাড়া খ্রীষ্ট ধর্মাবলম্বীদের বড় দিনের শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় সাংসদ আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। এদিকে বড় দিন উপলক্ষ্যে সকল গীর্জা ও খ্রীষ্ট পল্লীগুলোতে পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী।