মোংলায় শুরু হয়েছে অমর একুশে বই মেলা

প্রকাশঃ ২০১৮-০২-০১ - ২১:৩৪

আবু হোসাইন সুমন, মোংলা : মোংলায় শুরু হয়েছে দুই দিনব্যাপী অমর একুশে বই মেলা। দখিন হাওয়া সাহিত্য পরিষদ ও সার্ভিস বাংলাদেশ’র যৌথ উদ্যোগে বৃহস্পতিবার রিমঝিম সিনেমা হল সংলগ্ন শহীদ মিনার চত্বরে আয়োজিত এ বই মেলার উদ্বোধন করেন সুজন (সুশাসনের জন্য নাগরিক) ও দুর্নীতি প্রতিরোধ কমিটি’র মোংলা শাখার সভাপতি ফ্রান্সিস সুদান হালদার। দু’দিনব্যাপী বই মেলার প্রথম দিনে গুণীজন সম্মাননার পাশপাশি ‘দখিনার ফুল’ কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়েছে। দখিন হাওয়া সাহিত্য পরিষদের চেয়ারম্যান আফরোজা হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর সরদার, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ চন্দ্র হালদার, চালনা বন্দর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রোকন উদ্দিন, দখিন হাওয়া সাহিত্য পরিষদের উপদেষ্টা জহুরুল ইসলাম তরফদার ও সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন।