মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : মোংলার পশুর নদীর চিলা এলাকা থেকে হরিণের মাংস, মাথা ও পা উদ্ধার এবং নৌকা জব্দসহ শিকার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করেছে বনবিভাগ। শনিবার সকালে সুন্দরবন সংলগ্ন চিলা বাজার লাগোয়া পশুর নদীতে একটি নৌকা দেখতে পেয়ে সেটিকে চ্যালেঞ্চ করে বনপ্রহরীরা। এ সময় নৌকা ফেলে হরিণ শিকারী ও পাচারকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। তবে ওই নৌকায় তল্লাশী চালিয়ে ১৫ কেজি হরিণের মাংস, একটি মাথা ও চারটি পা উদ্ধার এবং ফেলে যাওয়া নৌকা, নৌকায় থাকা দুইটি ধারালো অস্ত্র ও ফাঁদ জব্দ করে বনবিভাগের সদস্যরা। পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ইনচার্জ মো: আজাদ কবির চিলা মোবাইল টহল ফাঁড়ির সদস্যদের সাথে নিয়ে এ যৌথ অভিযান চালিয়ে হরিণের মাংস, মাথা, পা ও নৌকাসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করেন। হরিণ শিকার করে পাচারের সময়ে পালিয়ে যাওয়া মোংলার চিলা এলাকার মিলন শেখ, শাহ আলম ও উত্তম বিশ্বাসের নামে শনিবার দুপুরে বন আইনে মামলা দায়ের করেছে বনবিভাগ।