আবু হোসাইন সুমন, মোংলা : মোংলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা করেছে জাতীয় শ্রমিক লীগ। বুধবার সকালে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগের মোংলা আঞ্চলিক শাখার আহবায়ক নুরউদ্দিন আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যুগ্ম আহবায়ক ওমর ফারুক সেন্টু ও সেলিম হাওলাদারসহ অন্যান্য ট্রেড ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিক লীগের আয়োজনে আগামী ১৫ ডিসেম্বর বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিজয় দিবসের কর্মসূচীর সাথে একাত্ব ঘোষণা করা হয়।