মোংলা বন্দরে জাহাজের ডেক ফোরম্যানের মৃত্যু

প্রকাশঃ ২০১৮-০১-২৮ - ১৬:১১

আবু হোসাইন সুমন, মোংলা : কোল্ড ইনজুরিতে (ঠান্ডায় আক্রান্ত) মোংলা বন্দরে সারের জাহাজে কর্মরত আরেক ডেক ফোরম্যানের মৃত্যু হয়েছে। এর আগে গত ১৮ জানুয়ারী ঠান্ডা জনিত কারণে গমের জাহাজে কর্মরত অবস্থায় জাহাজের উপরেই ডাকওয়ালা শ্রমিক মোসলেমের মৃত্যু হয়।
স্থানীয় শ্রমিক-কর্মচারী ও মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক সেন্টু জানান, মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়ার ৫ নম্বরে অবস্থানরত সারবাহী একটি বিদেশী জাহাজে গত কয়েকদিন ধরে কাজ করে আসছিলেন ষ্টিভিডরস (শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান) মের্সাস জহির ট্রেডার্সের ডেক ফোরম্যান মো: আবুল কালাম (৫৫)। কিন্তু অতিরিক্ত শীতে/ঠান্ডায় আক্রান্ত হয়ে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাহাজে কর্মরত অবস্থায় অসুস্থ্য হয়ে পড়েন তিনি। এরপর রবিবার ভোরে তাকে জাহাজ থেকে নামিয়ে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়ার পথিমধ্যে সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। নিহত শ্রমিক কালাম দীর্ঘদিন ধরে পৌরসভার শেহলাবুনিয়া এলাকায় বসবাস করে আসছিলেন। তার গ্রামের বাড়ী নোয়াখালীতে।
এদিকে কোল্ড ইনজুরিতে নিহত বন্দরের ডেক ফোরম্যান আবুল কালামের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক সেন্টু বলেন, যেহেতু জাহাজে কাজ করা অবস্থাতেই ঠান্ডায় আক্রান্ত হয়ে ডেক ফোরম্যান কালামের মৃত্যু হয়েছে, সেহেতু শ্রম আইন অনুযায়ী নিহতের পরিবার সংশ্লিষ্ট ষ্টিভিডরস মেসার্স জহির ট্রেডার্সের পক্ষ থেকে ন্যার্য্য পাওনাদি পেতে পারে তার প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।
এর আগে গত ১৮ জানুয়ারী বন্দরের হাড়বাড়িয়ার ৮ নম্বরে অবস্থানরত একটি গমের জাহাজে কাজ করার সময় কোল্ড ইনজুরিতে মারা যান মেসার্স লাকী ট্রেডিংয়ের ডাকওয়ালা শ্রমিক মোসলেম আলী (৫০)।