মোংলা প্রতিনিধি : বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবী সম্বলিত রঙ্গিন পোস্টারে ছেয়ে গেছে মোংলা-রামপালের (বাগেরহাট-০৩ আসন) সর্বত্র। মোংলা বন্দর এলাকা ও পৌর শহরসহ রামপালের বিভিন্ন এলাকায় বাগেরহাট জেলা বিএনপি’র সহ-সভাপতি লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের লাগানো এ পোস্টার সর্ব সাধারণের নজর কাড়ছে। দীর্ঘদিন ধরে এ এলাকায় বিএনপির তেমন কোন সাংগঠনিক কার্যক্রম না থাকলেও বেগম জিয়ার মুক্তির দাবীতে পোস্টারিং প্রচারণা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলের নেতা-কর্মীরা কিছুটা হলেও দলীয় কর্মকান্ডে সক্রিয় হওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন। এক বিবৃতিতে বাগেরহাট জেলা বিএনপির সহ-সভাপতি ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির পাশাপাশি মিথ্যা মামলায় আটক সকল নেতা-কর্মীদেরও মুক্তির দাবী জানাচ্ছি। তিনি আরো বলেন, মোংলা-রামপাল এলাকায় বিএনপির নেতা-কর্মীরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেছে, তারপরও পুলিশ নাশকতার নামে মিথ্যা মামলা দিয়ে দলীয় নেতা-কর্মীদের গ্রেফতার ও অহেতুক হয়রানী করছে। পুলিশের এ হয়রানী বন্ধেরও দাবী জানাচ্ছি।