মোরেলগঞ্জে বিজ্ঞান মেলা উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৮-০২-০৬ - ১৮:৫২

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে অনুষ্ঠিতব্য বিজ্ঞান মেলা উপলক্ষ্যে মঙ্গবার এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়্ ।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, লতিফিয়া ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড.মো.রুহুল আমীন, অধ্যাপক জাকির হোসেন রিয়াজ, ধানসাগর পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভবতোষ মজুমদার, মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ বেগম, এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিদ্যুৎ কুমার হালদার সহ সাংবাদিক, ব্যবসায়িক ,শিক্ষক ও সুধিজন সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আগামী ২৫,২৬ ও ২৭ ফেব্রুয়ারী মোরেলগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে এ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে।