মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে করোনা উপসর্গে অসুস্থ্য ৬ জনের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে শনিবার ওই ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস জানান, ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে মোল্লাহাটে আসা অসুস্থ্য ছয়জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তাদের মাঝে ৪জনের বাড়ি উদয়পুর গ্রামে, ১জনের বাড়ি মোল্লারকুল গ্রামে ও অপর জনের বাড়ি কুলিয়া গ্রামে। আগামী ২/৩ দিনের মধ্যে তাদের রিপোর্ট পাওয়া যাবে। তিনি আরো জানান, এরপূর্বে ৩৫ জনের পরীক্ষা করানো হয়েছিলো, তাদের সকলেরই করোনা (কোভিড-১৯) নেগেটিভ আসে।