মোল্লাহাটে বিদ্যালয়ের ছাদ ঢালাই উদ্বোধনীতে সচিব কে এম আলী আযম

প্রকাশঃ ২০২০-০৮-২৮ - ২২:০৯

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার ৮নং দেরবোয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের ছাদ ঢালাই উদ্বোধন করেছেন শিল্প মন্ত্রনালয়ের সচিব কে এম আলী আযম। শুক্রবার সকাল ১১টায় এ উদ্বোধন করেন তিনি। এ সময় শিল্প সচিব কে এম আলী আযম বলেন-সরকারের সকল কার্যক্রমে টেকসই উন্নয়নে গুরুত্ব দিতে হবে। কোন অযুহাতে/ফাক-ফোকরে যেন কোন কার্যক্রমে টেকসই বিষয়টি এড়িয়ে দুর্বলভাবে সম্পন্ন না হয়, বিদ্যালয়ের এ কার্যক্রমেরও মান যেন ভালো হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন শিল্প সচিবের একান্ত সচিব ফয়সাল হক, সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বিশ্বাস মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিমাংশু বিশ্বাস, অত্র বিদ্যালয়ের এস এমসি-এর সভাপতি এস এম মিজানুর রহমান, ঠিকাদার এস এম মালেকুজামন শহীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।