মোল্লাহাট-নালুয়া সড়ক মেরামত কাজ উদ্বোধন

প্রকাশঃ ২০১৮-০১-০৬ - ২১:১৯

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট-নালুয়া সড়ক মেরামত কাজ উদ্বোধন করেছেন সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। শনিবার বিকেলে মোল্লাহাট আবুল খায়ের সেতুর ঢালে মেরামত কাজ’র ফলক উন্মোচন ও দোয়ার মধ্যদিয়ে এ উদ্বোধন করেন তিনি। অতি জন-গুরুত্বপূর্ণ ১২ কিলোমিটার সড়ক’র মেরামত কাজ সঠিকভাবে বুঝেনেয়ার/তদারকির জন্য উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশনাও দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন-শেখ হেলাল উদ্দীন এমপি পুত্র শেখ সারহান নাসের তন্ময়, উপজেলা নির্বাহী অফিসার (ভাঃ) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহাবুবুল আলম, শেখ হেলাল উদ্দীন এমপি’র একান্ত সচিব আ’লীগ নেতা এম এম ওবায়দুর রহমান, আ’লীগ নেতা ও এমপি’র পিএ সিকদার অলিদ হোসেন ও ফিরোজ প্রমূখ।