রবিউল ইসলাম মিটু,যশোর : রেল উন্নয়ন সংগ্রাম কমিটি যশোরের এক মতবিনিময় সভা সকাল শুক্রবার বেলা ১১টায় যশোর রেল স্টেশন চত্ত্বরে অনুষ্ঠিত হয়। রেল উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইলাদাত খান, হাসিনুর রহমান, জাকির হোসেন হবি, সন্তোষ দত্ত, যোগেশ দত্ত, হারুন অর রশিদ, আহসান উল্লাহ ময়ন, জিল্লুর রহমান ভিটু আব্দুল মতিন, কামাল উদ্দিন, এ্যাড. আবুল হোসেন, শেখ আলাউদ্দিন, আবু যাফর, শুকান্ত দাস, আলাউদ্দিন, আবুল হোসেন, রাশেদ খান, শ্যামল শর্মা, মনজুরুল আলম, দয়ানন্দ, খবির শিকদার প্রমুখ। সভা চলাকালে যশোর রেলস্টেশন মাস্টার পুষ্পকমল চক্রবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।
খুলনা কোলকাতা রুটে যশোরে স্টপেজ, বেনাপোল-ঢাকা রুটে ২টা ট্রেন চালু, যশোর খুলনা স্যাটল ট্রেন চালু, জরুরী ভিত্তিতে খুলনা দর্শনা ডাবল লাইনের কাজ শুরু করাসহ ১১ দফার দাবিতে রেল মন্ত্রী বরারবর স্মারক লিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯ শে ডিসেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে রেল মন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে বেলা ১২ টায়। এসকল দাবির সপক্ষে জনমত গঠনের লক্ষ্যে বেনাপোল, ঝিকরগাছাসহ সারা জেলার বিভিন্ন জায়গায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।